রাজবাড়ীতে ঝড়ে ঘরের ওপর ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

3 months ago 58

বালিয়াকান্দিতে ঝড়ে গাছের ডাল ভেঙ্গে ঘরের ওপর পড়ে আসমানী (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে বালিয়াকান্দির সোনাপুর সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আসামানী বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের সোনাপুর সরদারপাড়া এলাকার কালামের স্ত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই জেলার বিভিন্নস্থানে ঝড়ো বাতাসসহ বজ্র বৃষ্টি শুরু হয়। এসময় বালিয়াকান্দির সোনাপুর সরদারপাড়া এলাকার কালামের ঘরের ওপর থাকা কড়ই গাছের ডাল ভেঙ্গে ঘরের টিনের চালে পড়ে। এতে ঘরে থাকা গৃহবধূ আসমানী মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

রুবেলুর রহমান/এমএন/এএসএম

Read Entire Article