ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ সদরের বালিয়াকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত
ও ৫ জন আহত হয়েছেন।
আহত ৫ জন মোটরসাইকেল আরোহীর মধ্যে দুইজনকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে এ দুর্ঘটনাগুলো ঘটে।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের মোস্তফা মেটাল ইন্ড্রাসট্রিজ লিমিটেডের সামনে ফরিদপুর অভিমুখী সাকুরা পরিবহনের দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত এবং রুহুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। আহত রুহুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মো. রুহুল রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকার মো. হানিফের ছেলে। ঘাতক বাসটি জব্দ করা গেলেও কৌশলে পালিয়েছে বাসের চালক ও সহকারী।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে বালিয়াকান্দি সড়কের রাজবাড়ী সদর উপজেলার বানিবহ মহিষবাথান মোড়ে পেঁয়াজ বোঝাই ট্রাক ও দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ আরোহী আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের মধ্যে স্বাধীন নামে আহত এক যুবককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন, বালিয়াকান্দি রামদিয়ার শাহেদ শিকদারের ছেলে স্বাধীন (৩১), সেলিম শিকদারের ছেলে মাহফুল শিকদার (২২), নবাবপুর দক্ষিণবাড়ীর আকু খার ছেলে সাব্বির (১৮) ও মানিকগঞ্জ বাকুটিয়ার মনিরুল ইসলামের ছেলে রোমান (২১)।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ট্রাক ও দুই মোটরসাইকেলের সংর্ঘষে ৪ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরইউআর/এএমএ