রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

2 months ago 7

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় নজরুল বেপারী (৩২) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

সোমবার (২৩ জুন) সকালে দৌলতদিয়া রেললাইন এলাকায় ছৈয়জউদ্দিন ফকীরের কবরসংলগ্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত নজরুল বেপারী দৌলতদিয়া ইমাম খার পাড়ার মৃত শাহাজউদ্দিন বেপারীর ছেলে। তিনি দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় পান-সিগারেটের দোকান দিয়ে ব্যবসা করতেন।

স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার বিকেলে বাড়ি থেকে দোকানে যায়। রাতের আঁধারে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। নিহত নজরুলের দুই কন্যা ও এক ছেলে রয়েছে। মাদকসহ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ শুরু করেছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

Read Entire Article