রাজশাহীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই কিশোর নিহত হয়েছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর মেহেরচন্ডী ফ্লাইওভারের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাহিয়ান হাসান (১৭) ও পিয়াসুর রহমান পিয়াস (১৭)। তারা দুজন খড়খড়ি উচ্চ বিদ্যালয় ১০ম শ্রেণির ছাত্র ছিলেন।
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা দিয়ে রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে আহত হন নাহিয়ান ও পিয়াস।
পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।
সাখাওয়াত হোসেন/জেডএইচ/জেআইএম