রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ৩ স্যানিটারি মিস্ত্রি

1 day ago 10

রাজধানীর পূর্ব রামপুরার কমিশনার গলি এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিন স্যানিটারি মিস্ত্রি গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- আমিনুল ইসলাম (২৮), মো. রাজন (২২) ও মো. আশরাফুল ইসলাম (৩০)।

রোববার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এখন তারা ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

তাদের হাসপাতালে নিয়ে আসা রিফাত বলেন, আহত তিনজনই স্যানিটারি মিস্ত্রি। ভোরের দিকে রিকশাযোগে যাওয়ার সময় পূর্ব রামপুরা জামতলা কমিশনার গলি এলাকায় ৬-৭ জন ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে। এ সময় তাদের কাছ থেকে টাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মালামাল দিতে না চাইলে আমিনুলের ডান হাতে ছুরিকাঘাত করে ৭৫০০ টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। রাজনকে বাম কাঁধে ছুরিকাঘাত করে একটি মোবাইল নিয়ে যায়। আশরাফুলকে বাম কাঁধে ছুরিকাঘাত করে ১১ হাজার টাকা ও একটি মোবাইল নিয়ে যায়।

তিনি জানান, আহত আমিনুলে বাড়ি মাদারীপুর জেলার কালকিনি থানায়। রাজনের বাড়ি বরিশাল জেলা গৌরনদী থানায়। আশরাফুলের বাড়ি বরিশাল জেলায়। বর্তমানে, সবাই পূর্ব রামপুরার জামতলা হারুনের ভাড়া বাসায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রামপুরায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে তিনজন ঢাকা মেডিকেলে এসেছে। তাদের হাতে ও কাঁধে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/এমএস

Read Entire Article