রামুতে গৃহবধূর মাথা ন্যাড়া করল স্বামী-শ্বাশুড়ি

5 hours ago 7

কক্সবাজারের রামুতে যৌতুক না পাওয়া গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। 

শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার ঈদগড় ইউনিয়নের চড়পাড়ার শিয়া পাড়া গ্রামের নাজিম উদ্দীন প্রকাশ নজুর বাড়িতে এ ঘটনা ঘটে। 

ঘটনা সত্যতা নিশ্চিত করেন রামু ঈদগড় ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মনির উদ্দীন।

ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে উপ-পরিদর্শক (এসআই) মনির উদ্দীন জানান, ঈদগাঁও সদর ইউনিয়নের কালিরছড়া গ্রামের নতুন পাড়া গ্রামের আব্দুল্লাহ মেয়ের সাথে কয়েক মাস আগে ঈদগড় ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরপাড়া নতুন পাড়া গ্রামের নাজিম উদদীন নজুর ছেলে আনামুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য গৃহবধূকে নানাভাবে নির্যাতন করে আসছিল সে। শনিবার (১৫ মার্চ) দুপুর ২ টার দিকে গৃহবধূর শাশুড়ি রোকসানা বেগম ও স্বামী আনামুল হক তার ব্যবহৃত স্বর্ণের দুল কেড়ে নিতে চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা দু’জনে তাকে মারধর করে। এক পর্যায়ে কাচি দিয়ে চুল কেটে মাথা ন্যাড়া করে দেয়। পরে পালিয়ে গিয়ে বড় ধরনের অত্যাচার থেকে নিজেকে রক্ষা করে।

স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ওই বাড়িতে যাই। ঘটনাটি অত্যন্ত অমানবিক হওয়ায় দ্রুত পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।’ 

এ ব্যাপারে ঈদগড় পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনির উদ্দীন বলেন, ‘অভিযোগ পেয়ে সন্ধ্যার দিকে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগী ফাঁড়িতে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Read Entire Article