রাশিয়া থেকে দুঃসংবাদ পেলেন কিম
ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার পাশে দাঁড়িয়েছিল উত্তর কোরিয়া। এমনকি বন্ধু রাষ্ট্রে প্রায় ১২ হাজার সেনা পাঠিয়েছিলেন কিম। কিন্তু এখন রাশিয়া থেকে দুঃসংবাদ পাচ্ছেন তিনি। বিষয়টি এমন যে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে বিপাকে পড়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। এই লড়াইয়ে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে উত্তর কোরীয় সেনারাও। তবে সেখানে সুবিধা করে উঠতে পারছে না তারা। যুদ্ধের ময়দানে মারা পড়ছে শত শত উত্তর কোরীয় সেনা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা দ্য মস্কো টাইমসকে মঙ্গলবার জানান, ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে লড়াইয়ে উত্তর কোরিয়ার শত শত সেনা হতাহত হয়েছে। সবচেয়ে বেশি মারা পড়ছে নিচের সারিতে থাকা সেনারা। অবশ্য উত্তর কোরিয়ার ওই সেনারা এর আগে যুদ্ধ করেনি বলে তাদের হতাহতের সংখ্যা বেশি বলে দাবি করেছেন মার্কিন ওই কর্মকর্তা।
ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়া তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ লুকাতে চাচ্ছে। আর তাই কুরস্ক অঞ্চলে চলমান অভিযানে উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা হচ্ছে। কিন্তু অপ্রস্তুত এই সেনারা যুদ্ধের ময়দানে গিয়ে বেঘোরে মারা পড়ছে। এতে চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই কিম জং উনের।