রাশিয়া থেকে ভারতের তেল আমদানি কমেছে অর্ধেকের বেশি

2 weeks ago 20

রাশিয়া থেকে ভারতের জ্বালানি তেল আমদানি চলতি বছরের নভেম্বরে রেকর্ড ৫৫ শতাংশ কমে গেছে। ইউক্রেন যুদ্ধ শুরু হলে ২০২২ সালের জুনের পর এটি সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।

গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) প্রতিবেদনে বলা হয়েছে, এই রেকর্ড পরিমাণ হ্রাসের ফলে ভারতে বড় ধরনের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, এখনো ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া। রুশ তেল আমদানিকারক দেশের তালিকায় নভেম্বরে ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে। প্রথম অবস্থানে রয়েছে চীন।

নভেম্বরে রাশিয়ার অপরিশোধিত তেল রপ্তানির ৪৭ শতাংশ কিনেছে চীন, এরপর ভারত (৩৭ শতাংশ), ইউরোপীয় ইউনিয়ন (৬ শতাংশ) এবং তুরস্ক (৬ শতাংশ)। রাশিয়ার পর ইরাক ও সৌদি আরব হচ্ছে ভারতের জ্বালানি তেলের মূল উৎস।

Read Entire Article