রাশিয়া সফরে যাবেন ইরানের প্রেসিডেন্ট

16 hours ago 7
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়া সফরে যাবেন। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে তার মস্কো ভ্রমণের কথা রয়েছে। খবর রয়টার্সের। সফরে মাসুদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এতে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক চুক্তি সই হতে পারে। এ জন্য দুই দেশ এখন থেকে প্রস্তুতি নিচ্ছে।  সফরের আনুষ্ঠানিকতা হিসেবে রাশিয়ান প্রতিনিধি দল পেজেশকিয়ানকে ২০২৫ সালের প্রথম দিকে মস্কো সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জানুয়ারিতে দ্বিপাক্ষিক সফর হবে। ওই সময় চুক্তিটি স্বাক্ষরিত হবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইরান এবং উত্তর কোরিয়ার মতো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি শত্রুভাবাপন্ন অন্যান্য দেশের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অক্টোবরে বলেছিলেন, মস্কো ও তেহরান একটি চুক্তি স্বাক্ষর করতে চায় । যার মধ্যে ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।  
Read Entire Article