রাষ্ট্রপতির অনুষ্ঠানে ফোন হারালেন মির্জা আব্বাস

3 weeks ago 19

মহান বিজয় দিবসে উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত অনুষ্ঠানে গিয়ে ফোন হারিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

সোমবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ফার্স্ট লেডি ড. রেবেকা সুলতানা আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে গিয়েছিলেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, অনুষ্ঠানে মির্জা আব্বাস নিজের চেয়ারের পাশের একটি চেয়ারে ফোন রেখেছিলেন। পরে আর তিনি ফোনটি খুঁজে পাননি। 

তিনি জানান, বিষয়টি রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীনকে অবহিত করা হয়েছে। 

এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়। গত বুধবার (১১ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দাওয়াতপত্র পৌঁছে দেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী।

অনুষ্ঠানে খালেদা জিয়া যোগ না দিলেও বিএনপির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যোগ দেয়। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, নাসির উদ্দিন অসিম ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
 

Read Entire Article