রাষ্ট্রীয় মর্যাদায় কালবেলা সম্পাদকের কাকা ফনি ভূষণের শেষকৃত্য

2 months ago 36

জাতীয় দৈনিক কালবেলা সম্পাদকের কাকা বীর মুক্তিযোদ্ধা ফনি ভূষণ শর্মার শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজারের রামুর পশ্চিম মেরংলোয়ার নিজ বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে তাকে রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। 

পরে উপজেলা প্রশাসন এবং রামু মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চেয়ারম্যান নুরুল হকের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা প্রয়াতের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর  বিকেল ৪টার দিকে স্থানীয় শ্মশানে ফনি ভূষণ শর্মার শেষকৃত্য সম্পন্ন হয়।  

এর আগে, সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। 

বীর মুক্তিযোদ্ধা ফনি ভূষণ শর্মা রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামে ১৯৪৫ সালের ৩১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে রামু খিজারী মডেল হাইস্কুল থেকে এসএসসি পাস করার পর ঢাকায় জগন্নাথ কলেজে অধ্যয়ন করেন। এরপর ১৯৬৬ সালে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করেন। ফনি ভূষণ শর্মা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ ছাড়া তিনি কক্সবাজার সমিতির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং ঢাকাস্থ রামু সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন। ২০২২ সালে রামু সমিতি তাকে ‘রামু সমিতি সম্মাননা’ এবং ২০২৩ সালে কক্সবাজার সমিতি ‘কক্সবাজার সম্মাননা-২০২৩’ প্রদান করেন।

Read Entire Article