রাস্তায় পড়েছিল অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ

3 hours ago 4

রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাতনামা (৭০) এক বৃদ্ধের মরদেহ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পৌনে আটটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতকে নিয়ে আসা পথচারী মো. আমজাদ আলী জানান, মেরুল বাড্ডা মেইন রোডে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

কাজী আল আমীন/এমএইচআর/জিকেএস

Read Entire Article