রিজভীর বক্তব্য নিয়ে শিবির সেক্রেটারির প্রতিক্রিয়া

2 hours ago 2

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত নেতাদের কর্মকাণ্ড নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (২২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রুহুল কবির রিজভীসহ অন্য যারা রাজনীতিবীদ, তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তারা রাজনীতিতে যে ধরনের আশা নিয়ে রাজনীতি করছেন, যে নির্বাচন হলে তারা রিজভীসহ ক্ষমতায় চলে যাবে।

ডাকসু প্রসঙ্গ টেনে নুরুল ইসলাম বলেন, ডাকসু নির্বাচনের ফলে তাদের আঁতে ঘা লেগেছে। তাদের আসলেই অনেক বেশি মনে কষ্ট লেগেছে। এ জায়গা থেকে হয়তো তারা ভুল বকাবকি করছেন।

তিনি আরও বলেন, তারা যে কথা বলছেন, তাদের ছাত্র সংগঠন (ছাত্রদল) বিভিন্ন জায়গায় পানির ফিল্টার, শিক্ষার্থীদের কলম, ফাইলসহ বিভিন্ন উপকরণ দিয়েছে। তারা এই চ্যারিটি কাজগুলো করেছে কেন? এখন তো আমার প্রশ্ন করা উচিত, এটা কি কোনো ছাত্রসংগঠনের কাজ? যেহেতু তারাই বলেছেন এসব ছাত্র সংগঠনের কাজ না। আর ছাত্রশিবির যে কাজগুলো করে, যেগুলো তাদের নিজস্ব ফান্ডে করেছে।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বাংলাদেশের সরকারের উচিত হচ্ছে প্রাইমারি থেকে হায়ার এডুকেশন পর্যন্ত সবার শিক্ষাকাঠামো দেওয়া। ৬ লাখ শিক্ষার্থী এ বছর এসএসসিতে ফেল করেছে, এরাও তো এ দেশের নাগরিক। তাদের নিয়ে কে কাজ করেছে? সরকার কি করেছে? এখন তাদের নিয়ে আমরা যদি কাজ করি আর রুহুল কবির এ দেশের যদি বলেন,  ‘এ কাজ কি তোমার? এটা তো সরকার করবে।’ আসলে সরকার তো করছে না। এগুলোতে তাদের অ্যাপ্রোশিয়েট করা উচিত, গাত্রদাহ হওয়া উচিত না।

এর আগে ডাকসুর ভিপির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে ডাকসু নির্বাচনে সিনিয়র মাদ্রাসার ইলেকশনের সঙ্গে তুলনা করে বিএনপি নেতা ফজলুর রহমান বলেন, ‘এটা কোনো ডাকসু ইলেকশন না। হাটহাজারী মাদ্রাসায় যত ছাত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে। এটা সিনিয়র মাদ্রাসার একটি ইলেকশন এবং এই সর্বনাশটা করে গেছেন শেখ হাসিনা নিজে। মাদ্রাসার ছেলেগুলো আলিম পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। যে কারণে দলে দলে মাদ্রাসার ছাত্র সামনে এসে ভর্তি হচ্ছে।’

Read Entire Article