উইকেট নিয়ে কথার শেষ নেই। তারপরও উইকেট ছাপিয়ে রাতে বড় হয়ে দেখা দিল বাংলাদেশ ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত। ওয়ানডে সিরিজে আগের ম্যাচেই নিজের ক্যারিয়ার সেরা বোলিং নৈপুণ্য উপহার দিয়ে সাফল্যের রথে আকাশ পানে ছুটছেন রিশাদ হোসেন।
আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বোলিং করে ১০ ওভারে ৪২ রানে ৩ উইকেট শিকারী লেগিস্পনার রিশাদ। ওয়েষ্ট ইন্ডিজের একজন ব্যাটারও ২ ম্যাচে একবারের জন্য রিশাদকে স্বস্তিতে খেলতে পারেননি।
খেলা সুপার ওভারে গড়ানোর পর মনে করা হয়েছিল রিশাদ হোসেনই সুপার ওভারে বোলিং করবেন। কিন্তু ভক্ত, সমর্থক ও ক্রিকেট অনুরাগিদের অবাক করে বাংলাদেশ ম্যানেজমেন্ট বোলিং করালেন মোস্তাফিজকে দিয়ে। ৫০ ওভারের পুরনো বল। তার ওপর কালো এবং নরম মাটির পিচের সাথে ক্রমাগত ঘর্ষণে বল নরম হয়ে পড়েছিল। সেই বলে স্পিনার রিশাদ হতে পারতেন অধিক কার্যকর।
তা না করে মোস্তাফিজকে দিয়ে বল করানো ছিল প্রথম ভুল। মোস্তাফিজ খুব বাজে বোলিং না করলেও সুপার ওভারে দিয়েছেন ১০ রান। রিশাদ বোলিং করলে ক্যারিবীয়রা তার এক ওভারে ১০ রান নিতে পারতেন কিনা সন্দেহ।
সেটাই একমাত্র ভুল নয়। বাংলাদেশ ম্যানেজমেন্টের সবচেয়ে বড় অবাক করা সিদ্ধান্ত ছিল সুপার ওভারে রিশাদ হোসেনকে ব্যাটিং করতে না পাঠানো। অথচ শেরে বাংলার এই কালো রংয়ের স্লথ, নিচু বাউন্স আর স্পিনিং ট্র্যাকে একমাত্র ব্যাটার হলেন রিশাদ, যিনি ২ ম্যাচে যথাক্রমে ২০০.০০ আর ২৭৮.৫৭ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন।
যেখানে বাউন্ডারি হাঁকানো বেশ কঠিন। যে পিচে জোরে মেরে বাতাসে ভাসিয়ে সীমানার ওপারে পাঠানোও সহজ নয়, সেই পিচে দুই ম্যাচে পাঁচ-পাঁচটি ছক্কা হাকিয়েছেন। যার তিনটি ছক্কাই হাঁকিয়েছেন আজকে।
দিন শেষে ওয়েষ্ট ইন্ডিজের যে বাঁহাতি স্পিনার ম্যাচ জয়ের নায়ক বনে গেলেন, সেই আকিল হোসেনের এক ওভারে এক ছক্কা ও বাউন্ডারি হাঁকানোসহ ১৬ রান তুলে বাংলাদেশকে দু‘শো পার করে দিয়েছিলেন রিশাদ। অথচ সেই রিশাদ হোসান সুপার ওভারে ব্যাটিংয়ের সুযোগই পেলেন না। বাংলাদেশ অধিনায়ক ও কোচরা মিলে রিশাদকে সুপার ওভারে ব্যাট করতেই পাঠাননি। যা দেখে বাংলাদেশ ভক্ত ও সমর্থকদের সবাই অবাক।
তবে বাংলাদেশ ভক্ত ও সমর্থকদের চেয়ে বেশি অবাক হয়েছেন খোদ ক্যারিবীয় বোলার আকিল হোসেন। সোমবার দিবাগত গভীর রাত (আড়াইটায়) দীর্ঘ ২০ ঘন্টা বিমান ভ্রমণ করে এসে ভোর ৪টায় হোটেলে চেকইন করে আজ খেলতে নেমে ম্যাচ সেরা আকিল হোসেন। বল ও ব্যাট হাতে তার অলরাউন্ড পারফরমেন্সই শেষ পর্যন্ত সুপার ওভারে ক্যারিবীয়দের ১ রানের নাটকীয় জয় পাইয়ে দিয়েছে।
অথচ সেই আকিল হোসেনই রিশাদকে সুপার ওভারে ব্যাটিং করতে না দেখে হতভম্ব! মঙ্গলবার রাতে খেলা শেষে সংবাদ সম্মেলনে কথা বলতে এসে ওয়েস্ট ইন্ডিজ বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন বলে উঠলেন, `সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে না দেখে আমি রীতিমত বিস্মিত হয়েছি। আমি একা নই। আমাদের পুরো দল অবাক হয়েছে। ‘
`যে পারফরমার আমাদের বিপক্ষে আজ ৩ ছক্কা হাঁকিয়ে ১৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেললো, তাকে কেন সুপার ওভারে ব্যাটিংয়ে নামানো হলো না, ভেবে পাই না। রিশাদ যে বিগ হিট নিতে পারে, এই পিচেও হাত খুলে বড় বড় ছক্কা হাঁকানোর সামর্থ্য রাখে, তা দেখার পরও বাংলাদেশ ম্যানেজমেন্ট রিশাদকে বাদ দিয়ে সৌম্য, শান্তকে সুপার ওভারে ব্যাটিংয়ে নামিয়েছে কেন? তা যে কারোরই বোধোগম্য হয়নি!‘
তার মানে, শুধু মাঠের ক্রিকেটেই বাংলাদেশ আজ মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারেনি, লক্ষ্য-পরিকল্পনায় ভুল করেই ম্যাচ হাতছাড়া করলো।
এআরবি/আইএইচএস