রিয়ালে খেলা ডিফেন্ডারকে দলে নিল ইন্টার মায়ামি

ইন্টার মায়ামির ‘স্বপ্ন প্রকল্পে’ আরেকটি ইউরোপীয় অধ্যায় যুক্ত হলো। লিওনেল মেসি–সুয়ারেজদের দলে এবার যোগ দিলেন রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা অভিজ্ঞ লেফটব্যাক সের্হিও রেগিলোন। সোমবার আনুষ্ঠানিক ঘোষণায় ইন্টার মায়ামি নিশ্চিত করেছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে আবদ্ধ হয়েছেন রেগিলোন, যেখানে ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর অপশনও রাখা হয়েছে। চুক্তি স্বাক্ষরের পর রেগিলোন স্পষ্ট করে দিয়েছেন, মায়ামিতে আসার পেছনে তাঁর বড় প্রেরণা ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা। স্প্যানিশ ডিফেন্ডারের ভাষায়, ‘এটা খুবই উচ্চাভিলাষী একটি প্রকল্প। এটি এমন একটি চ্যাম্পিয়ন ক্লাব, যারা দারুণভাবে কাজ করছে। এখানেই আসতে আমাকে সবচেয়ে বেশি টেনেছে—জিততে থাকা এবং প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগ।’

রিয়ালে খেলা ডিফেন্ডারকে দলে নিল ইন্টার মায়ামি

ইন্টার মায়ামির ‘স্বপ্ন প্রকল্পে’ আরেকটি ইউরোপীয় অধ্যায় যুক্ত হলো। লিওনেল মেসি–সুয়ারেজদের দলে এবার যোগ দিলেন রিয়াল মাদ্রিদ-ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা অভিজ্ঞ লেফটব্যাক সের্হিও রেগিলোন। সোমবার আনুষ্ঠানিক ঘোষণায় ইন্টার মায়ামি নিশ্চিত করেছে, ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে আবদ্ধ হয়েছেন রেগিলোন, যেখানে ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর অপশনও রাখা হয়েছে।

চুক্তি স্বাক্ষরের পর রেগিলোন স্পষ্ট করে দিয়েছেন, মায়ামিতে আসার পেছনে তাঁর বড় প্রেরণা ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা। স্প্যানিশ ডিফেন্ডারের ভাষায়,

‘এটা খুবই উচ্চাভিলাষী একটি প্রকল্প। এটি এমন একটি চ্যাম্পিয়ন ক্লাব, যারা দারুণভাবে কাজ করছে। এখানেই আসতে আমাকে সবচেয়ে বেশি টেনেছে—জিততে থাকা এবং প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার সুযোগ।’

সের্হিও রেগিলোন২৮ বছর বয়সী এই ফুলব্যাক যোগ করলেন ইউরোপীয় ফুটবলের বড় মঞ্চের অভিজ্ঞতা। লা লিগা ও ইংলিশ প্রিমিয়ার লিগ—দুই শীর্ষ লিগেই খেলেছেন রেগিলোন। ক্যারিয়ারে অংশ নিয়েছেন উয়েফা চ্যাম্পিয়নস লিগ, উয়েফা ইউরোপা লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের মতো প্রতিযোগিতায়। সব মিলিয়ে পেশাদার ফুটবলে তাঁর ম্যাচ সংখ্যা ২৬০-এর বেশি—এর মধ্যে প্রিমিয়ার লিগে ৮১টি এবং লা লিগায় ৫৬টি ম্যাচ খেলেছেন তিনি।

ইন্টার মায়ামির জন্য রেগিলোন শুধু অভিজ্ঞতার প্রতীক নন, বরং স্কোয়াডের গভীরতা বাড়ানোর গুরুত্বপূর্ণ সংযোজন। আক্রমণাত্মক মানসিকতার এই লেফটব্যাক উইং ধরে ওঠানামায় পারদর্শী, যা মেসি-নির্ভর আক্রমণভাগকে আরও বৈচিত্র্য দেবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

নিজের লক্ষ্য নিয়েও স্পষ্ট রেগিলোন,

‘আমি এখানে এসেছি জিততে। যে ট্রফিগুলো এখনো আমাদের নেই, সেগুলো জেতাই লক্ষ্য। এখানে সবকিছু জিততে চাই।’

মেসিদের তারকাখচিত স্কোয়াডে রেগিলোনের অন্তর্ভুক্তি ইন্টার মায়ামির শিরোপা–স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিল—এমনটাই বিশ্বাস ক্লাব–সমর্থকদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow