রিয়ালের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ভিনি
রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্লাবের দেওয়া সর্বশেষ চুক্তি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। কারণ, তার শিবির মনে করছে—চুক্তির অঙ্ক এতটা ছোট যে তা তার ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় বেঁধে দেওয়ার মতো নয়।
ইতিমধ্যেই ভিনিসিয়ুস ২০২৭ পর্যন্ত রিয়ালের সঙ্গে বাঁধা আছেন, বছরে পাচ্ছেন প্রায় ১৭ মিলিয়ন ইউরো। তবে ‘লস ব্লাঙ্কোস’ চেয়েছিল আরও তিন বছরের জন্য তাকে আটকে রাখতে, অর্থাৎ ২০৩০ পর্যন্ত। এজন্য রিয়াল অফার করেছে বছরে স্থায়ী ২০ মিলিয়ন ইউরো। কিন্তু ভিনিসিয়ুসের প্রতিনিধি দল দাবি তুলেছে—এই স্থায়ী বেতনের পাশাপাশি পারফরম্যান্স বোনাসসহ প্যাকেজ বছরে ৩০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৪২৫০ কোটি) পর্যন্ত হওয়া উচিত।
এ প্রসঙ্গে ইএসপিএন জানিয়েছে, শুধু ২০ মিলিয়নের ফ্ল্যাট অফারকে ‘খুবই ছোট’ মনে করছে ভিনিসিউস শিবির। তাই এখনই সিদ্ধান্ত না নিয়ে নতুন মৌসুমে তার পারফরম্যান্স কেমন হয় আর জাবি আলোনসোর অধীনে দলে তার গুরুত্ব কতটুকু—তা দেখে তারপর পরবর্তী পদক্ষেপ নিতে চান তারা।
গেল জুলাইয়ে পিএসজির বিপক্ষে ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে ভিনিসিয়ুসকে নাকি বেঞ্চে বসানোর কথাও ভেবেছিলেন আলোনসো। শেষ মুহূর্তে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড না খেলায় এ সিদ্ধান্ত পরিবর্তন হয়, আর সেভাবেই তিনি এমবাপ্পে ও গনজালো গার্সিয়ার সঙ্গে আক্রমণে খেলতে নামেন। তবে রিয়াল ৪-০ ব্যবধানে হেরে যায়।
সৌদি আরবের ক্লাবগুলোর আগ্রহের গুঞ্জন শোনা গিয়েছিল কয়েক মাস আগেই। সেই আশঙ্কা থেকে রিয়াল দ্রুত চুক্তি নবায়ন আলোচনায় বসে। কিন্তু এরপর থেকে নতুন কোনো প্রস্তাব না আসায় পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। তাছাড়া, গত মৌসুমে ৩০ ম্যাচে মাত্র ১১ গোল করে খুব একটা দাপট দেখাতে পারেননি ভিনিসিয়ুস। শিরোপাহীন মৌসুমও তার পক্ষে কাজ করছে না।
আগামী মঙ্গলবার ওসাসুনার বিপক্ষে লা লিগার নতুন মৌসুম শুরু করছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচ থেকেই নিজের উত্তর খুঁজতে নামবেন ভিনিসিয়ুস জুনিয়র। দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে পারলে তার বাজারমূল্য যেমন বাড়বে, তেমনি রিয়ালের সঙ্গেও আলোচনার টেবিলে শক্ত অবস্থান নিতে পারবেন তিনি।