রেকর্ড ছুঁয়ে কমলো স্বর্ণের দাম

3 days ago 4
বিশ্ববাজারে রেকর্ড ছুঁয়ে আবারও সোনার দাম কমেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আউন্সপ্রতি সোনার দাম দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় ৩ হাজার ৫৩০ ডলার ৬৯ সেন্টে। এর আগে বুধবার (৩ সেপ্টেম্বর) আউন্সপ্রতি দাম উঠেছিল সর্বোচ্চ ৩ হাজার ৫৭৮ ডলারে। মার্কিন ফিউচার্স বাজারেও ডিসেম্বর সরবরাহের জন্য সোনার দাম ১ দশমিক ৩ শতাংশ কমে হয়েছে ৩ হাজার ৫৯০ ডলার। বিশেষজ্ঞরা বলছেন, সুদের হার কমানোর প্রত্যাশা ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নীতি নিয়ে অনিশ্চয়তার কারণে সোনার প্রতি বিনিয়োগকারীদের আস্থা এখনো শক্ত। গোল্ডসিলভার সেন্ট্রালের ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেছেন, স্বল্পমেয়াদে সোনার দাম ৩ হাজার ৮০০ ডলার বা তার বেশি পর্যন্ত উঠলেও অবাক হওয়ার কিছু নেই। মার্কিন শ্রম দপ্তরের তথ্য অনুযায়ী, জুলাই মাসে চাকরির সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি কমে ৭ দশমিক ১৮ মিলিয়নে দাঁড়িয়েছে। এ কারণে ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারকরা শিগগির সুদের হার কমানোর পক্ষে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুসারে, ১৭ সেপ্টেম্বরের বৈঠকে ফেড দশমিক ২৫ শতাংশ হার কমাবে—এমন সম্ভাবনা এখন ৯৭ শতাংশ। এদিকে রুপার দামও কমে আউন্সপ্রতি দাঁড়িয়েছে ৪০ ডলার ৮২ সেন্টে, যা এক দিন আগে ছিল সেপ্টেম্বর ২০১১-এর পর সর্বোচ্চ। প্লাটিনাম দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৪০৯ ডলার ৫৩ সেন্টে এবং প্যালাডিয়াম ১ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ১২৯ ডলার ৮২ সেন্টে নেমেছে। সূত্র : রয়টার্স
Read Entire Article