রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ড. জামিল, কোষাধ্যক্ষ আমিনুল

2 months ago 39

মানবিক সংস্থা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব ড. জামিল আহমেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেলেন রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে সোসাইটির গুরুত্বপূর্ণ দুটি পদে বোর্ডকর্তৃক দায়িত্ব প্রদান করা হয়।

ড. জামিল আহমেদ দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। তিনি বেসামরিক বৈদেশিক সাহায্য প্রদানকারী সংস্থার (ইউএসএআইডি) বিভিন্ন প্রকল্পে পরিচালক হিসেবে, কেয়ার বাংলাদেশ, সেভ দা চিলড্রেন, ইউএসএ, ওয়াটার এইড, একশন এইড, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক পদে কাজ করেছেন। এছাড়াও তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম একজন কর আইনজীবী এবং সমাজকর্মী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বহুজাতিক কোম্পানি, স্থানীয় বিনিয়োগ ব্যাংকসহ দেশের বিভিন্ন সংস্থায় দায়িত্বরত ছিলেন। হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রি লাভের পাশাপাশি আইন বিষয়েও পড়াশোনা করেন তিনি।

এএএম/এসএনআর/জেআইএম

Read Entire Article