রোমাঞ্চকর ড্রয়ে থামল লিভারপুল-ম্যান ইউর মহারণ

1 day ago 9
চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুল ও ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচ ২-২ গোলে শেষ হয়েছে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুদলই রোমাঞ্চকর ফুটবল উপহার দেয়। রোববার (৫ জানুয়ারি) রাতে অ্যানফিল্ডে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ৫২ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের দুরন্ত গোল ইউনাইটেডকে এগিয়ে দেয়। তবে মাত্র সাত মিনিট পরই লিভারপুলের কোডি গাকপো অসাধারণ শটে সমতা ফেরান। ৭০ মিনিটে মোহাম্মদ সালাহ পেনাল্টি থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন। সালাহ এই গোলের মাধ্যমে প্রিমিয়ার লিগে থিয়েরি অঁরির ১৭৫ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলেন। কিন্তু ইউনাইটেডও দমে যায়নি। ৮০ মিনিটে আরেক আর্জেন্টাইন অ্যালেহান্দ্রো গারনাচোর পাস থেকে ইউনাইটেডের আইভরিয়ান উইঙ্গার আমাদ দিয়ালো দুর্দান্ত গোল করে দলকে সমতায় ফেরান। শেষ মুহূর্তে হ্যারি ম্যাগুয়ার গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন। বদলি খেলোয়াড় জশুয়া জির্কজির পাস থেকে তার শট ক্রসবারের উপর দিয়ে চলে যায়, ফলে ইউনাইটেডের জয় হাতছাড়া হয়। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন ম্যানেজার রুবেন আমোরিমের অধীনে দলটি সাম্প্রতিক সময়ে ধারাবাহিক ব্যর্থতার মধ্য দিয়ে যাচ্ছিল। তবে এই ম্যাচে তাদের লড়াকু মনোভাব ও সাহসী ফুটবল ভক্তদের মন জয় করেছে। কোবি মাইনু ও ম্যানুয়েল উগার্তের মিডফিল্ড দাপট এবং ফার্নান্দেজের সৃজনশীল নেতৃত্ব ইউনাইটেডকে নতুন রূপ দিয়েছে। সালাহর পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার পরও ইউনাইটেড দুর্দান্তভাবে ম্যাচে ফিরেছে। রিয়াল মাদ্রিদের আগ্রহ এবং দলবদল গুঞ্জনের মধ্যে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড এই ম্যাচে বাজে ফর্মে ছিলেন। তার পাসের ভুলেই ইউনাইটেডের প্রথম গোল এবং দিয়ালোর সমতাসূচক গোলের সূত্রপাত হয়। শেষ পর্যন্ত ৬ পয়েন্টে শীর্ষস্থান ধরে রাখলেও এই পারফরম্যান্সে লিভারপুলের শিরোপার পথে কিছুটা চিন্তার ছাপ দেখা গেছে।
Read Entire Article