রোমাঞ্চকর ম্যাচে তীরে এসে তরী ডুবল রাজশাহীর

2 hours ago 3
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর ২৬তম ম্যাচে তীরে এসে তরী ডুবেছে রাজশাহীর। খুলনা টাইগার্সের কাছে জয়ের নিকটে এসেও ৭ রানে হেরেছে দুর্বার রাজশাহী। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ব্যাটিং, বোলিং, এবং শেষ মুহূর্তের নাটকীয়তা দর্শকদের মুগ্ধ করেছে। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় খুলনা টাইগার্স এবং ২০ ওভারে তারা তোলে ২০৯/৪ রানের বড় স্কোর। মোহাম্মদ নাইম (১৪ বলে ২৭) এবং অধিনায়ক মেহেদি হাসান মিরাজ (১৩ বলে ২৬) ঝড়ো শুরু এনে দেন। মিডল অর্ডারে আফিফ হোসেন গুরুত্বপূর্ণ ৫৬ রান করেন ৪২ বলে। উইলিয়াম বোসিস্টো দারুণ দৃঢ়তায় ৩৭ বলে অপরাজিত ৫৫ রান করেন। শেষদিকে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে মাত্র ১২ বলে ৩০ রান, যেখানে ছিল চারটি ছক্কার ঝড়। দুর্বার রাজশাহীর বোলাররা সংগ্রাম করলেও তাসকিন আহমেদ (৪ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট) কিছুটা সফল ছিলেন। ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুর্বার রাজশাহী লড়াই করেও ২০ ওভারে ২০২/৪ রানেই থেমে যায়। অধিনায়ক এনামুল হক দুর্দান্ত সেঞ্চুরি করেন। তিনি ৫৭ বলে অপরাজিত ১০০ রান করেন, যেখানে ছিল ৯টি চার এবং ৫টি ছক্কার মার। জিশান আলম (১৫ বলে ৩০) এবং রায়ান বার্ল (১৬ বলে ২৫) তাদের সঙ্গ দিলেও ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট ছিল না। খুলনার বোলারদের মধ্যে হাসান মাহমুদ ছিলেন উজ্জ্বল। তিনি ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। তার নিয়ন্ত্রিত বোলিং রাজশাহীর ইনিংসের গতিপথ থামিয়ে দেয়। এছাড়াও, সালমান ইর্শাদ এবং আবু হায়দার একটি করে উইকেট নেন। চাপের মধ্যে অসাধারণ বোলিংয়ের জন্য হাসান মাহমুদ প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। তার ৪ ওভারে ২৫ রানে ২ উইকেট খেলার ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। এই জয়ের ফলে খুলনা টাইগার্স প্লে-অফের দৌড়ে রাজশাহীকে টপকে চতুর্থ স্থানে উঠলো। অন্যদিকে, দুর্বার রাজশাহীকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে।  
Read Entire Article