লক্ষ্মীপুর পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

3 months ago 34

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কোরবানির গরুর সঙ্গে খেলার ফাঁকে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

বৃহস্পতিবার (০৫ জুন) দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির চরশাহী গ্রামে এ ঘটনা ঘটে।  

মৃত দুই শিশু হলো— চরশাহী গ্রামের কমর উদ্দিন পাটোয়ারী বাড়ির শাহজাহানের মেয়ে খাদিজা (২) ও একই পরিবারের ইমরানের ছেলে তাফসির (২)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে শিশু দুটি কোরবানির গরু নিয়ে খেলতে ছিল। গরুকে বিভিন্ন ঘাস, পাতা এনে  খাওয়াচ্ছিল শিশু দুটি। কোন ফাঁকে তারা সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির সামনের পুকুর পাড়ে চলে যায়। অনেকক্ষণ তাদের না পেয়ে খোঁজাখুজি করলে বাড়ির একজন পুকুরে তাদের ভেসে উঠতে দেখে। শিশু দুটিকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফয়জুল আজিম বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজখবর নিচ্ছি।
 

Read Entire Article