লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

7 hours ago 6

লক্ষ্মীপুরের কমলনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সুমন হোসেন নামে এক গার্মেন্টস ব্যবসায়ীর বসতঘরে পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, মালামাল, স্বর্ণালংকারসহ ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

মঙ্গলবার (১১ মার্চ) ইফতারের আগমুহূর্তে উপজেলার হাজিরহাট ইউনিয়নের মিয়াপাড়া এলাকায় ব্যবসায়ী সুমন হোসেনের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ারসার্ভিসের দুটি ইউনিট দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত সুমন স্থানীয় হাজিরহাট বাজারের গার্মেন্টস ব্যবসায়ী।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানায়, রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কমলনগর ফায়ার সার্ভিস গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যেই বসতঘরসহ আসবাবপত্র, টাকা ও স্বর্ণালংকার পুড়ে ছাই হয়ে যায়।

কমলনগর উপজেলা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার রিয়াজুল আমিন বলেন, ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত ঘটেছে।

কাজল কায়েস/এমএন/জেআইএম

Read Entire Article