লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুর সফরে যাচ্ছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকালে তার আগমন উপলক্ষে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিমসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী সফরের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে আসবেন। সফরকালে তিনি বিকাল ৩টায় শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এ সময় আরও জানানো হয়, ওই জনসভায় ডাকসু ও জাকসুর সাবেক ভিপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকদের ধারণা, জনসভায় প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) লক্ষ্মীপুর সফরে যাচ্ছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে তার আগমন উপলক্ষে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. রেজাউল করিমসহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচনী সফরের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরে আসবেন। সফরকালে তিনি বিকাল ৩টায় শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

এ সময় আরও জানানো হয়, ওই জনসভায় ডাকসু ও জাকসুর সাবেক ভিপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে। আয়োজকদের ধারণা, জনসভায় প্রায় দুই লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা জনসভাটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow