লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম নামে এক মোটরসাইকেল চালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (০১ জানুয়ারি) বিকেলে উপজেলার হাজিরহাট ইউনিয়নের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় এক পথচারীও গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।
আর নিহত নাহিদ সাহেবের হাট ইউনিয়নের চর জগবন্ধু এলাকার বদ্দার বাড়ির বজলু মাঝির ছেলে।
নাহিদের মামা মো. খোকন জানান, নাহিদ সড়ক মেরামত করা একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। হাজির হাট থেকে বিকেলে নাসিরগঞ্জ নামক জায়গায় যাওয়ার পথে হাফিজিয়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়। আর পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও পথচারীসহ দুজনের নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।