লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা গেল এতিমখানায়
চাঁদপুরের মতলব উত্তর মেঘনা নদীতে অভিযান চালিয়ে এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, অভিযানে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে ২ হাজার কেজি (২ টন অর্থাৎ ৫০ মণ) জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকাগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করে প্রশাসন। অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও একটি অসাধু চক্র নদীপথে যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড ইলিশের উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। জাটকা রক্ষা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা, এই লক্ষ্যেই আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, নদীপথের পাশাপাশি সড়ক ও নৌপথে নজরদারি আরও
চাঁদপুরের মতলব উত্তর মেঘনা নদীতে অভিযান চালিয়ে এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, অভিযানে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে ২ হাজার কেজি (২ টন অর্থাৎ ৫০ মণ) জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকাগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করে প্রশাসন।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও একটি অসাধু চক্র নদীপথে যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড ইলিশের উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। জাটকা রক্ষা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা, এই লক্ষ্যেই আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, নদীপথের পাশাপাশি সড়ক ও নৌপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?