লন্ডন-যাত্রার আগে খালেদা জিয়ার বাসভবনে বিএনপির জ্যেষ্ঠ নেতারা

2 weeks ago 8

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানের বাসভবনে গিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্যরা তার সঙ্গে দেখা করতে যান।

রোববার (৫ জানুয়ারি) রাত পৌনে ৮টায় দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা একে একে আসতে শুরু করেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সাক্ষাতে যাওয়া নেতাদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, মেজর হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও এ জেড এম জাহিদ হোসেন।

সবকিছু ঠিক থাকলে ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন খালেদা জিয়া। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরাহ পালন করতে পারেন। বিদেশে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত ২ জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিএনপি জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে প্রথমে দীর্ঘ যাত্রার বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে এরই মধ্যে অন্তত ১৫ জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরদিন বেগম জিয়া মুক্তি পাওয়ার পর থেকে অনেকেই সাক্ষাৎ করেছেন। তবে এই প্রথমবার একসঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন বৈঠকে। সর্বশেষ কোরবানির ঈদে স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছিলেন একসঙ্গে।

Read Entire Article