লবণ চাষিদের অধিকার বাস্তবায়নের দাবিতে জনসভা

2 months ago 42

জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসন, লবণ ও পান চাষীদের অধিকার বাস্তবায়নের দাবিতে ধরিত্রী রক্ষায় আমরার (ধরা) আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে এ জনসভা হয়।

এ সময় বক্তারা বলেন, লবণ চাষের জমিতে শিল্পায়নের মাধ্যমে এই চাষকে বাংলাদেশ থেকে চিরতরে উৎখাতের ষড়যন্ত্র চলছে, শুরু হয়েছে লবণ আমদানির ষড়যন্ত্র। পান চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছে না। অন্যদিকে পরিবেশ ধ্বংস করে একের পর এক শিল্পায়ন হচ্ছে। তাই পরিবেশ প্রতিবেশ রক্ষায় এবং লবণ ও পান চাষিদের উদ্বাস্তু করার ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন করতে দেবে না এদেশের জনগণ। বাংলাদেশের একমাত্র লবণ উৎপাদন হচ্ছে কক্সবাজারে, কিন্তু সেই লবণ উৎপাদনের জমিগুলো শিল্পায়নের নামে কেড়ে নেওয়া হচ্ছে। এতে করে প্রান্তিক জনগোষ্ঠী উদ্বাস্তু হওয়ার পথে।

প্রধান অতিথির বক্তব্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কেন্দ্রীয় সদস্য সচিব শরীফ জামিল বলেন, বাংলাদেশের পরিবেশ রক্ষা ও এদেশের সম্পদ লবণ ও পান শিল্প রক্ষায় দেশের প্রতিটি সচেতন নাগরিককে কাজ করতে হবে। তা না হলে আগামীর খাদ্য চাহিদা সংকটে পড়বে। মানুষ এতদিন বিদ্যুৎ ছাড়া বসবাস করেছিল, বিদ্যুতের চেয়ে প্রয়োজন হচ্ছে লবণ, তাই যে কোনোভাবেই এই লবণ মাঠকে রক্ষা করতে হবে।

এছাড়া জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুরমা নদী রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুল করিম কিম, ধরার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সানজিদা রহমান, ধরার কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব ফরিদুল আলম শাহীন।

আরএএস/এমআরএম/এমএস

Read Entire Article