লা লিগার চাপে বার্সা, থমকে ট্রান্সফার পরিকল্পনা

2 months ago 5

আগামী মৌসুমে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার দলবদল পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা এসেছে। লা লিগার সভাপতি জাভিয়ের তেবাস স্পষ্ট জানিয়ে দিয়েছেন—নতুন গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে এখনই নিবন্ধন করতে পারছে না বার্সা, আর অ্যাথলেটিক বিলবাওয়ের তরুণ তারকা নিকো উইলিয়ামসকে দলে নিতে হলে আগে খেলোয়াড় বিক্রি করে অর্থ জোগাড় করতে হবে।

মাদ্রিদের এসাডে ক্যাম্পাসে দেওয়া বক্তব্যে তেবাস বলেন, ‘হোয়ান গার্সিয়াকে কিনে নেওয়ার ঘোষণা দেওয়া আর তাকে নিবন্ধন করা এক জিনিস নয়। তাদের কিছু পদক্ষেপ নিতে হবে—কোন খেলোয়াড়দের রেখে কাদের বিক্রি করবে তা ঠিক করতে হবে। বার্সেলোনা এখনো ১:১ নিয়মে ফিরতে পারেনি।’

কি এই ১:১ নিয়ম?

এই নিয়ম অনুযায়ী, কোনো ক্লাব এক ইউরো খরচ করতে পারবে যদি তারা এক ইউরো আয় করে। বর্তমান আর্থিক কাঠামোয় বার্সেলোনা সেই সীমা পূরণ করতে পারছে না বলে জানায় লা লিগা।

গার্সিয়ার বিষয়টি নিয়ে তেবাস বলেন, ‘তারা যদি নিবন্ধনের মতো যথাযথ প্রস্তুতি না নেয়, তবে আমরা তারিখও দিতে পারছি না। কী কী করতে হবে, তারা জানে। আমি বলব না।’

নিকো উইলিয়ামসকে নিয়ে তেবাসের মন্তব্য ছিল আরও সরাসরি: ‘আমি জানি না তারা আসলেই চুক্তির কাছাকাছি গেছে কি না, তবে এখনো তাদের আর্থিক কাঠামো ১:১ নিয়মে পড়ে না। নিকোকে পেতে হলে তাদের বিক্রি করতে হবে এবং আর্থিক হিসাব গুছিয়ে আনতে হবে।’

ইতোমধ্যে কী করেছে বার্সা?

নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে দুর্দান্ত এক মৌসুম পার করেছে বার্সা—লা লিগা, কোপা দেল রে এবং সুপারকোপা জিতেছে তারা। এরপরই ২৫ মিলিয়ন ইউরো দিয়ে এস্পানিওলের গার্সিয়াকে দলে নেয়। এখন ২২ বছর বয়সী উইলিয়ামসকে পেতে চায় তারা, যার রিলিজ ক্লজ ৬২ মিলিয়ন ইউরো। তবে কিস্তিতে দিতে চাওয়ায় খুশি নয় অ্যাথলেটিক বিলবাও।

দলবদলের বাজারে আরও আগাতে হলে বার্সেলোনাকে খেলোয়াড় বিক্রি করতে হবে। জানা গেছে, বায়ার্ন মিউনিখের নজরে আছে মিডফিল্ডার ফারমিন লোপেজ। আর রোনাল্ড আরাউখোর ভবিষ্যত নিয়েও চলছে জল্পনা।

লা লিগার সভাপতির হুঁশিয়ারি আর আর্থিক সীমাবদ্ধতা কাটিয়ে বার্সেলোনা কীভাবে দল গঠনের পথে এগোয়, সেটাই এখন দেখার বিষয়। তবে নিশ্চিতভাবে বলা যায়, কঠিন এক দলবদল মৌসুম অপেক্ষা করছে কাতালান ক্লাবটির জন্য।

Read Entire Article