দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে এবং পুলিশের ওপর হামলাকারী ও তাদের দোসরদের বিচারের দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা।
মিছিল থেকে শিক্ষার্থীরা স্বৈরশাসক শেখ হাসিনার আমলে ২০১৩ সালে শাহবাগে গড়ে ওঠা প্ল্যাটফর্ম ‘গণজাগরণ মঞ্চের’ আলোচিত মুখ লাকী আক্তারের গ্রেফতারের দাবি জানান। একইসঙ্গে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সূচনাকারী ও ফ্যাসিস্ট দোসরদের গ্রেফতারেরও দাবি জানান তারা।
বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের সদস্যসচিব রহমত আলী, আবু সাঈদের সহযোদ্ধা আলবীর, বেরোবি সমন্বয়ক শামসুর রহমান সুমন উপস্থিত ছিলেন।
এসময় ‘শাহবাগীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ল-তে লাকী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘শ-তে শাহাবাগী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘শাহাবাগীর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শাহবাগীদের গদিতে, আগুন জ্বালো একসঙ্গে’, ‘বিচার বিচার বিচার চাই, শাহাবাগীদের বিচার চাই’ স্লোগান দিতে দেখা যায়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যসচিব রহমত আলী বলেন, ‘দেশবিরোধী শক্তিকে বলে দিতে চাই, বাংলাদেশ আর কোনো বিদেশি চক্রান্তে, বিদেশি প্রেসক্রিপশনে চলবে না। অবিলম্বে ২০১৩ সালে শাহবাগে নির্ঘুম মুসল্লিদের ওপর যারা হামলা ও গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে। গণহত্যার ইন্ধন যুগিয়েছে শাহবাগী লাকী আক্তার। তাকেও কাঠগড়ায় দাঁড় করাতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলবীর বলেন, ‘ফ্যাসিস্টকে পেছনে থেকে শক্তি জুগিয়েছে শাহবাগীরা। তারা এখনো দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাই এই বিক্ষোভ সমাবেশ থেকে শাহবাগীদের জানিয়ে দিতে চাই, তাদের যেকোনো চক্রান্ত আমরা শক্ত হাতে দমন করবো।’
সমন্বয়ক শামসুর রহমান বলেন, শাহবাগীরা পুলিশ প্রশাসনের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। দেশকে আবারও অস্থিতিশীল করার পাঁয়তারা যারা করছেন, তাদের গ্রেফতার করতে হবে।
ফারহান সাদিক সাজু/এসআর/এমএস