হবিগঞ্জের লাখাইয়ে দু’দিনে পৃথক সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এসব ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মোট ১৯ জনকে আটক করে। মঙ্গল ও বুধবার (১ ও ২ এপ্রিল) এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী বলেন, ঈদুল ফিতরের ছুটিতে ওই উপজেলার তেঘরিয়া, মুড়িয়াউক এবং জিরুন্ডা গ্রামে এসব সংঘর্ষ হয়। খবর পেয়ে আমিসহ পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এসব ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, মুড়িয়াউক গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার শফিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় সন্দেজনক ২ জনকে আটক করেছে পুলিশ।
একইদিন তেঘরিয়া গ্রামে ভাঙ্গাড়ি ব্যবসায়ী দুই পক্ষের মধ্যে একটি পুরোনো টেলিভিশন বিক্রি করা নিয়ে বিরোধের জের ধরে কাশেম ও খলিলের পক্ষ সালিশ বৈঠকে লিটনের পক্ষের লোকজনের ওপর হামলা চালান। এসময় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক এবং অর্ধশত দেশীয় অস্ত্র উদ্ধার করে।
অপরদিকে বুধবার জিরুন্ডা গ্রামে একে অপরের চুল লম্বা বা খাটো বলা নিয়ে তর্কাতর্কির জের ধরে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জেআইএম