লাগেজে মিলল তরুণীর লাশ

2 months ago 30

ভোলার লালমোহনে নদী থেকে উদ্ধার একটি লাগেজে অর্ধগলিত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেনের হাওলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

তিনি বলেন, স্থানীয় জেলেদের সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের হবে। অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে। 

Read Entire Article