লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ পেয়েও মুলডারের ইনিংস ঘোষণা

2 months ago 6

২৯৭ বলে ট্রিপল সেঞ্চুরি। হাশিম আমলার পর দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার উইয়ান মুলডার এই উচ্চতায় পৌঁছাতে পারলেন। আবার বিরেন্দর শেবাগের পর দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও গড়লেন তিনি।

প্রোটিয়া এই ব্যাটার ট্রিপল সেঞ্চুরি করার পর দ্রুত গতিতে রান তুলতে শুরু করেন। ৩৩৪ বলে তিনি ৩৬৭ রান নিয়ে গেলেন দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতিতে। সবার সামনে বড় হয়ে দাঁড়িয়েছিল, আর ঘণ্টাখানেক টিকে থাকতে পারলে আজ ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডটাও ভেঙে ফেলবেন প্রোটিয়া এই টপ অর্ডার।

কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, লাঞ্চ বিরতিতে গিয়ে দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক উইয়ান মুলডার নিজেই ইনিংস ঘোষণা করে দিলেন! নিজে তিনি আউট হলেন না, অপরাজিত রয়েছেন। ব্রায়ান লারার রেকর্ড ভাঙতে আর মাত্র প্রয়োজন ছিল ৩৩ রান; কিন্তু নিজেকেই সেই সুযোগটা দিলেন না মুলডার। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে নাম লেখানোর সুযোগ পেয়েও সেটাকে স্বেচ্ছায় ঠেলে দিলেন! অবিশ্বাস্য!!

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইনজুরির শিকার হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। যে কারণে জিম্বাবুয়ে সফরে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব দেয়া হয় কেশভ মাহারজে। প্রথম টেস্টে তিনিই ছিলেন নেতৃত্বে; কিন্তু দ্বিতীয় ম্যাচে মাহারাজও নেই। পরিবর্তে অধিনায়কত্ব করছেন উইয়ান মুলডার।

বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিনই ‘বাজবল’ ক্রিকেটের সবচেয়ে উত্তম প্রদর্শনী দেখায় প্রোটিয়ারা। ৮৮ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ৪৬৫ রান করে তারা। ২৬৪ রানে অপরাজিত থাকেন মুলডার। দ্বিতীয় দিন সকালেই দ্রুত রান তুলে ট্রিপল সেঞ্চুরি করে ফেলেন। ২৯৭ বলে এ মাইলফলকে পৌঁছান।

টেস্টের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করেন ভারতের বিরেন্দর শেবাগ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ২০০৭-০৮ মৌসুমে ২৭৮ বলে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তিনি।

ট্রিপল সেঞ্চুরির পর মুলডারের রান তোলার গতি ছিল আরও বেশি দ্রুত। ৩৬৭ রান করে ফেলার পর কারো মনে সন্দেহ রইলো না যে, ব্রায়ান লারার রেকর্ড ভাঙার সুযোগটা কাজে লাগাতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক। ৩৩ রান তুলতে তার অন্তত ৩০টির বেশি বল লাগারও কথা ছিল না।

কিন্তু দলের জয়ের চিন্তা যখন মাথায় প্রবেশ করে, তখন ব্যক্তিগত অর্জনের দিকে তাকানোর সময় হয়তো হয় না, কিংবা চিন্তাও হয়তো করে না কেউ কেউ। উইয়ান মুলডার তেমনই মানসিকতার বহিঃপ্রকাশ ঘটালেন। দলীয় অর্জনকেই ব্যক্তিগত অর্জনের ওপর প্রাধান্য দিলেন। যার ফলে দারুণ একটি সুযোগ থাকা সত্ত্বেও টেস্টে ব্রায়ান লারার সর্বোচ্চ ব্যক্তিগত ৪০০ রানের রেকর্ড ভাঙার দিকে এগুলেন না মুলডার।

৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। দিনের একমাত্র প্রোটিয়া ব্যাটার হিসেবে আউট হন ডেওয়াল্ড ব্রেভিস। তিনি করেন ৩০ রান। ৪২ রানে অপরাজিত ছিলেন কাইল ভেরাইনি।

জবাব দিতে নেমে প্রথম ইনিংসেই বিশাল বিপদে জিম্বাবুয়ে। এ রিপোর্ট লেখার সময় প্রোটিয়া বোলারদের তোপের মুখে একের পর এক উইকেট হারাচ্ছে জিম্বাবুয়ে। ৬ উইকেট হারিয়ে তাদের রান ৮৮। ১৮ রান নিয়ে শন উইলিয়ামস ও ২ রান নিয়ে ব্যাট করছেন।

আইএইচএস/

Read Entire Article