লালমনিরহাটের দুর্গাপূজায় র‍্যাবের বিশেষ নিরাপত্তা

2 hours ago 4
র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মেহেদী হাসান বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে লালমনিরহাটে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের গৌরীশঙ্কর গোশালা সোসাইটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মেহেদী হাসান বলেন, আসন্ন দুর্গোৎসবকে ঘিরে জেলার প্রতিটি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, যদি কেউ পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, চুরি, ডাকাতি বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, কিংবা কোনোভাবে হিন্দু সম্প্রদায়ের শান্তিপূর্ণ উৎসবকে বিঘ্নিত করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাবের এ কর্মকর্তা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো বা উসকানিমূলক কোনো পোস্ট নজরে এলে সেগুলোর বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এজন্য র‍্যাবের সাইবার মনিটরিং ইউনিট পূজার সময় অনলাইনে সর্বক্ষণ নজরদারিতে থাকবে। মেহেদী হাসান বলেন, আমরা চাই সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব সুন্দর ও নিরাপদ পরিবেশে উদযাপিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজা, আর ২ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হবে এ উৎসব। এবার লালমনিরহাট জেলায় মোট ৪৭১টি মণ্ডপে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার।
Read Entire Article