লিভার প্রতিস্থাপনের পর আর জ্ঞান ফেরেনি ইবি শিক্ষার্থীর

2 months ago 7

লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সুমাইয়া শারমিন শান্তা। শুক্রবার (২০ জুন) রাত ১টা নাগাদ ভারতের রেলা হাসপাতালে মারা যান তিনি।

সুমাইয়া শারমিন ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। দীর্ঘদিন তিনি লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। ৬ মে তার লিভার ট্রান্সপ্লান্ট (লিভার প্রতিস্থাপন) হয়। কিন্তু এরপর আর জ্ঞান ফেরেনি তার।

এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিকা কাফি বলেন, শান্তা মনোযোগী ছাত্রী ছিলেন। এমনকি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকার পরও পরীক্ষা দিতে পারবে কি না সে বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা তার অকাল মৃত্যুতে শোকাহত।

ইরফান উল্লাহ/জেডএইচ/জেআইএম

Read Entire Article