লোহাগড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা
নড়াইলের লোহাগড়া পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। দলকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয়ে দলীয় প্যাডে পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
সূত্রে জানা গেছে, ৫১ সদস্য বিশিষ্ট ৭ নম্বর ওয়ার্ড কমিটির অধিকাংশ সদস্য গুরুত্বপূর্ণ সভা ও কার্যক্রমে নিয়মিত অনুপস্থিত থাকায় এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরীফ ও সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু বলেন, পৌর বিএনপি অধীনস্থ আমাদের অনুমোদিত ৯টি ওয়ার্ড কমিটি রয়েছে। একটি কমিটি বিলুপ্ত করা হলো। যে সব ওয়ার্ড কমিটি দলের মিটিং-মিছিলে প্রতিনিয়ত অনুপস্থিত থাকে সেই সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নড়াইলের লোহাগড়া পৌর শাখার অধীনস্থ বিলুপ্ত হওয়া ৭নং ওয়ার্ড কমিটি দ্রুত গঠন করা হবে বলে সাংবাদিকদের জানান। যারা দলের প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাদের নিয়েই আগামী কমিটি গঠন করা হবে।

3 weeks ago
15









English (US) ·