মুকেশ খান্না অভিনীত টিভি ধারাবাহিক ‘শক্তিমান’ ছিল শিশুদের ভীষণ প্রিয় অনুষ্ঠান। অনেক বছর ধরে ‘শক্তিমান’ ও ‘গঙ্গাধর’র চরিত্রে অভিনয় করে দর্শকদের এ অভিনেতা মুগ্ধতা ছড়িয়েছিলেন। আর এখন সেই ‘শক্তিমান’র উপর একটি সিনেমা নির্মিত হচ্ছে। এ সিনেমায় শক্তিমানের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং।
কিন্তু সম্প্রতি খবর ছড়িয়ে পড়েছিল যে, আল্লু অর্জুন এই সিনেমায় শক্তিমানের ভূমিকায় অভিনয় করবেন। ‘পুষ্পা’ খ্যাত এ অভিনেতার অনুরাগীরা এমন সংবাদে আনন্দিত হয়েছিলেন। তবে নির্মাতা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন এটি ভিত্তিহীন খবর। রণবীরই ‘শক্তিমান’ চরিত্রে অভিনয় করবেন।
একটি সংবাদে জানানো হয়েছে, মিন্নাল মুরলীর নির্মাতা এবং মালয়ালাম সিনেমার অভিনেতা বেসিল জোসেফ এ প্রজেক্টটি তৈরি করবেন, এতে বলিউড তারকা রণবীর সিং শক্তিমানের প্রধান চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে আল্লু অর্জুনের নাম হঠাৎ প্রকাশিত হওয়ায়, রণবীরের অনুরাগীরা ভীষণ বিস্মিত হয়েছিল। তবে প্রোজেক্টের সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, সিনেমাটি শুধুমাত্র রণবীরকে নিয়েই তৈরি হবে।
বলিউড সূত্রে জানা গেছে, ‘শক্তিমান আর কেউ নয়। এটি রণবীর সিং-ই এবং আর কেউ নয়। কেউ ভুল গুজব ছড়াচ্ছে।’ টেলিভিশনে শক্তিমানের চরিত্রে অভিনয় করা অভিনেতা মুকেশ খান্না এরই মধ্যে রণবীর সিং-কে নেওয়া নিয়ে তার অসন্তোষ প্রকাশ করেছেন। তবে তিনি রণবীরের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে, তাকে শক্তিমানের জন্য অনুপযুক্তও মনে করেননি।
মুখেশ খান্না আরও বলেছিলেন, রণবীর নিজেই তাকে অনেকবার অনুরোধ করেছিলেন, যাতে তাকে মনোনয়ন করা হয় শক্তিমানের চরিত্রে। কিন্তু মুখেশ তার কোনো কথাই আমলে নেননি।
রণবীর বর্তমানে তার পরবর্তী প্রোজেক্টগুলো নিয়ে ব্যস্ত রয়েছেন। ফরহান আখতারের সঙ্গে আছে তার ‘ডন ৩’ সিনেমাটি। দক্ষিণী নির্মাতাদের সঙ্গেও তিনি কয়েকটি সিনেমায় কাজ করছেন।
এমএমএফ/এএসএম