শপথ নিয়েই চারজনকে চাকরিচ্যুত, হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি

3 hours ago 3

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই তিনি সরকারের চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছেন। এ ছাড়া হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন। 

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতা গ্রহণের প্রথম দিনে চার জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ট্রাম্প। আগের প্রশাসন এসব কর্মকর্তাকে নিয়োগ দিয়েছিলেন। সোমবার তিনি ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প নিজেই এ তথ্য জানান। এ সময় তিনি হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দেন।

পোস্টে তিনি জানান, আগের প্রশাসনের নিয়োগ দেওয়া এক হাজারের বেশি ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তাদের অপসারণের প্রক্রিয়া চলছে। এসব ব্যক্তিরা মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন তথা আমেরিকাকে আবারও মহান করে গড়ে তোলার দৃষ্ঠিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। 

বরখাস্ত হওয়া চার কর্মকর্তা হলেন প্রেসিডেন্টের খেলাধুলা, স্বাস্থ্য-সবলতা ও পুষ্টিবিষয়ক পরিষদের হোসে আন্দ্রেজ, উইলসন সেন্টার ফর স্কলারসের ব্রায়ান হুক, রপ্তানিবিষয়ক পরিষদের কেইশা ল্যান্স বটমস এবং জাতীয় অবকাঠামো উপদেষ্টা পরিষদের কর্মকর্তা মার্ক মিল। তাৎক্ষণিকভাবে এসব কর্মকর্তাকে বরখাস্তের আদেশ দেন। 

ট্রাম্প জানান, উল্লিখিত চার কর্মকর্তার বরখাস্তের বিষয়টি দাপ্তরিক নোটিশ হিসেবে গণ্য করা হবে। এ ছাড়া আরও অনেককে শিগগিরই বরখাস্তের নোটিশ দেওয়া হবে। 

Read Entire Article