শরীয়তপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

2 months ago 46

শরীয়তপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা ও সদর পৌরসভার সাবেক প্যানেল মেয়র বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত নভেম্বর মাসের ১১ তারিখ ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের উত্তর আকালবরিশ গ্রামের সড়কের পাশ থেকে ১০ টি কালো ব্যাগভর্তি ১২৩ টি ককটেল উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে।

এ মামলার সন্দেহভাজন আসামি বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে ডামুড্যা ও পালং মডেল থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক কালবেলাকে বলেন, ধানকাঠি এলাকায় ১২৩ টি ককটেল পাওয়া গিয়েছিল। এ ঘটনার মামলার সন্দেহভাজন আসামি হিসেবে বাচ্চু বেপারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৫ ডিসেম্বর) রাতে ডিবি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিষিদ্ধ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে তামান্না জেসমিন রিভাকে আটক করা হয়েছে।

Read Entire Article