শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সদস্য সংগ্রহ সপ্তাহ শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের ২য় শহীদ ওয়াসিম আকরামের স্মরণে গঠিত সামাজিক সংগঠন ‘শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ- ঢাকা কলেজ’–এর সদস্য সংগ্রহ সপ্তাহ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) ঢাকা কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ সপ্তাহের সূচনা করা হয়। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিলাদ হোসেন, শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাঈম, সিনিয়র সহসভাপতি রুবায়েদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। এ সময় সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন, শহীদ ওয়াসিমের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তার আদর্শ ধারণ করেই শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে কাজ করবে এই সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, শহীদদের স্মৃতি শুধু স্মরণে সীমাবদ্ধ না রেখে তা সমাজ গঠনের কাজে বাস্তব রূপ দেওয়াই শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের অঙ্গীকার। শিক
বৈষম্যবিরোধী আন্দোলনের ২য় শহীদ ওয়াসিম আকরামের স্মরণে গঠিত সামাজিক সংগঠন ‘শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ- ঢাকা কলেজ’–এর সদস্য সংগ্রহ সপ্তাহ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) ঢাকা কলেজ ক্যাম্পাসে উদ্বোধনী কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ সপ্তাহের সূচনা করা হয়।
ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম- আহ্বায়ক মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিলাদ হোসেন, শহীদ ওয়াসিম স্মৃতি সংসদ ঢাকা কলেজের সভাপতি মো. শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু নাঈম, সিনিয়র সহসভাপতি রুবায়েদ হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।
এ সময় সংগঠনের সভাপতি মো. শরিফুল ইসলাম বলেন, শহীদ ওয়াসিমের আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস। তার আদর্শ ধারণ করেই শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে কাজ করবে এই সংগঠন।
সংগঠনের সাধারণ সম্পাদক আবু নাঈম বলেন, শহীদদের স্মৃতি শুধু স্মরণে সীমাবদ্ধ না রেখে তা সমাজ গঠনের কাজে বাস্তব রূপ দেওয়াই শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের অঙ্গীকার। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সদস্য সংগ্রহ সপ্তাহ চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা স্বেচ্ছায় শহীদ ওয়াসিম স্মৃতি সংসদের সদস্য হতে পারবেন। শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক চেতনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিই এই সংগঠনের মূল লক্ষ্য।
উল্লেখ্য, সদস্য সংগ্রহ সপ্তাহ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।
What's Your Reaction?