দেশের সবচেয়ে জনপ্রিয় কসমেটিকস, হোমকেয়ার ও স্কিনকেয়ার পণ্য উৎপানকারী প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যানের ব্র্যান্ড লিলির পণ্য নকল করে বাজারজাত করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছে বিএসটিআই।
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় মাদরাসা রোডের মায়ের দোয়া কনজ্যুমার ইন্ডাস্ট্রিজে অভিযান চালায় বিএসটিআই। এ সময় প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমানকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার অভিযান পরিচালনা করেন। এসময় লিলি ছাড়া অন্য কিছু ব্র্যান্ডের পণ্যও উদ্ধার করেন বিএসটিআই কর্মকর্তারা। এছাড়া অবৈধ মালামাল জব্দসহ ধ্বংসও করা হয়।
কেন লিলির পণ্য নকল করছেন- বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি অসাধু ব্যবসায়ী মিজানুর রহমান। বিএসটিআইয়ের লাইসেন্স চাইলেও তা দেখাতে পারেননি। বরং অন্যের ওপর দায় চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন।
বিএসটিআইয়ের কর্মকর্তারা জানান, লিলির পণ্য নকলকারীকে ধরে ফেলায় ক্রেতারা ঝুঁকিমুক্ত হলেন। স্বনামধন্য ব্র্যান্ড লিলির সুনাম ক্ষুন্ণ করতেই ওই অসাধু ব্যবসায়ী এহেন অপকর্মে লিপ্ত হন। নকল পণ্য রোধে বিএসটিআইয়ের এমন অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান সংস্থার কর্মকর্তারা।
এদিকে নকলকারীকে শাস্তি দেওয়ায় বিএসটিআইকে ধন্যবাদ দিয়েছেন মেগাস্টার শাকিব খান। তিনি বলেন, জনগণকে অথেন্টিক পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করছি। কিছু অসাধুচক্র মানহীন ভেজাল পণ্য বাজারে ছড়াতে চেষ্টা করেছিল। বিএসটিআই তা রুখে দিয়েছে।
বাজারে প্রথম ও একমাত্র হালাল সার্টিফিকেশন পেয়েছে লিলির পণ্য। সবচেয়ে দ্রুততম সময়ে জিএমপি সনদ অর্জনসহ রপ্তানিও হচ্ছে রিমার্ক হারল্যানের পণ্য।
বিএ/জিকেএস