শাবিপ্রবিতে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত শ্রমিক

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পর্শে মোফাজ্জল নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার ভবনের পাশে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শ্রমিকরা জানান, কাজ করার সময় একটি বৈদ্যুতিক লাইন পানিতে পড়ে যায়। বিষয়টি খেয়াল না করায় মোফাজ্জল শক খেতে দেখে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) মো. নাজিম উদ্দীন বলেন, এ বিষয়ে আমি অবগত নই। আপনার কাছ থেকেই প্রথম জানতে পারলাম।

শাবিপ্রবিতে বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত শ্রমিক
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নির্মাণকাজ চলাকালে বিদ্যুৎস্পর্শে মোফাজ্জল নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি সেন্টার ভবনের পাশে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সহকর্মী শ্রমিকরা জানান, কাজ করার সময় একটি বৈদ্যুতিক লাইন পানিতে পড়ে যায়। বিষয়টি খেয়াল না করায় মোফাজ্জল শক খেতে দেখে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) মো. নাজিম উদ্দীন বলেন, এ বিষয়ে আমি অবগত নই। আপনার কাছ থেকেই প্রথম জানতে পারলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow