শাহজালাল বিমানবন্দরে আগুনে ক্ষয়ক্ষতির তালিকা করছে বিজিএমইএ

1 day ago 10

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নে কাজ করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। রোববার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সংগঠনটির জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ বের করতে বিজিএমইএ চেয়ারম্যান, জনসংযোগ ও প্রচার কমিটি ও সংগঠনটির সদস্য প্রতিষ্ঠানগুলো কাজ করছে। তার অংশ হিসেবে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ বেলা সাড়ে ১২টায় বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করবে।

এমএমএ/এমএমকে/জেআইএম

Read Entire Article