শাহবাগ এলাকায় শীতার্তদের মাঝে ছাত্রদলের কম্বল বিতরণ

2 weeks ago 14

রাজধানীর শাহবাগ এলাকায় প্রান্তিক পর্যায়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। সংগঠনটির শাহবাগ থানা কমিটির সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দামের নেতৃত্বে এ কম্বল বিতরণ করা হয়। 

শনিবার গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, নীলক্ষেত, কাঁটাবন, হাতিরপুল, পরিবাগ, গুলিস্তান, শিক্ষাভবন এলাকায় অসহায় এবং গরীব মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এ ছাড়াও ফুটপাতে থাকা ভবঘুরে-অসহায় শীতার্ত মানুষকেও কম্বল দেওয়া হয়। 

শাহবাগ থানার সদস্য সচিব শাকিল হোসেন সাদ্দাম ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক রুবেল বেপারী, কাউসার আহমেদসহ নেতাকর্মীরা। 

শাকিল হোসেন সাদ্দাম বলেন, শাহবাগ থানা এলাকায় বিপুলসংখ্যক অসহায় শ্রমিক শ্রেণির মানুষের বসবাস। এ ছাড়াও এসব এলাকায় ভবঘুরে মানুষেরাও থাকেন। শীতের তীব্রতা বাড়ছে। তাই এসব অসহায় মানুষের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা কম্বল নিয়ে সবার কাছে ছুটে গিয়েছি। 

Read Entire Article