শাহানাজ শিউলীর কবিতা: উপেক্ষিত মানবতা

1 hour ago 3

অসীম নিঃশ্বাসের ছায়ায়,
বিষণ্ন মনুষ্যত্ব দুলে ওঠে,
জীবনের ভেঙে যাওয়া আশা
উন্মুক্ত নীরবতায় বেঁধে রাখে চেতনা।

অন্ধকারের জালে ফেঁসে থাকা
করুণার শিখা ক্ষীণ হয়ে ম্লান হয়,
নিপতিত হয় অন্ধকারের অতলান্তে
দীর্ঘশ্বাসে বেঁচে থাকার অঙ্গীকার।

যুগে যুগে শোষিতের আর্তনাদে,
দুর্বৃত্ত পারমাণবিকতার হুমকির তলে
মাটির নিচে চাপা পড়ে
উপেক্ষিত মানবতা।

এসইউ/এমএস

Read Entire Article