শিক্ষক নিয়োগের ভাইভার ডাক পাবেন শূন্যপদের দ্বিগুণ প্রার্থী

3 months ago 38

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। বারবার গণবিজ্ঞপ্তি দিয়েও শূন্যপদ পূরণ করা সম্ভব হচ্ছে না। অনেকে আবার নিয়োগ পেলেও যোগদান করছেন না। এজন্য শূন্যপদ সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (২৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ‘বেসরকারি শিক্ষক নিয়োগ বিধিমালা’ সংশোধনে বেসরকারি শিক্ষাক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পাঠানো প্রস্তাবনা পর্যালোচনায় এ সভা ডাকা হয়েছিল।

সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান। সভায় অংশ নেওয়া একজন উপসচিব নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে শূন্যপদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইভার জন্য ডাকা হবে। অর্থাৎ শূন্যপদের সংখ্যা ৫০ হাজার হলে ভাইভায় এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, শুধু ভাইভা নয়, চূড়ান্ত ফলও শূন্যপদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে। যতগুলো পদ শূন্য থাকবে তারচেয়ে ২০ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাস করানো হবে। অর্থাৎ পদের সংখ্যা এক লাখ হলে উত্তীর্ণ হবেন এক লাখ ২০ হাজার প্রার্থী।

এএএইচ/ইএ/জিকেএস

Read Entire Article