শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ, প্রধান শিক্ষককে লাঞ্ছনা

3 months ago 70

দুর্নীতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না এসিবোস ইনস্টিটিউশনের শিক্ষকদের কক্ষে তালা দিয়ে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এসময় প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণকে শিক্ষার্থীদের কয়েকজন কিল-ঘুষি ও চড়-থাপ্পড় দিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ মে) সন্ধ্যায় প্রধান এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এদিন সকালের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি স্কুলের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক মোকলেসুর রহমান অরুণের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বোয়ালমারী মোহাম্মদপুর সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে। গত ২৪ এপ্রিল শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর নিকট লিখিত অভিযোগ দেয়। এর জেরে সোমবার সকালে স্কুলের শিক্ষকরা তাদের বসার কক্ষে গেলে বাইরে হির তালা দেয় শিক্ষার্থীরা। এসময় প্রধান শিক্ষকের বিচার চেয়ে মিছিল করে স্কুল বাউন্ডারির টিনের বেড়া ভাঙচুর করে তারা। শিক্ষকরা ময়না ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক মৃধা ও থানা পুলিশকে খবর দিলে তারা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। পরে শিক্ষকদের কক্ষের তালা খুলে দেওয়া হয়।

jagonews24

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মৃধা আবুল হাশেম বলেন, আমরা শিক্ষকরা রুমে ঢুকলে শিক্ষার্থীরা বাইরে থেকে তালা মেরে দেয়। তারা প্রধান শিক্ষকের ওপর হামল চালায়। শিক্ষার্থীরা মিছিল করে প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য। কোন উপায়ান্তর না পেয়ে ইউপি চেয়ারম্যানকে ফোন দিলে তিনি এসে তালা খুলে দেন। এসময় প্রধান শিক্ষকের রুমের মধ্যে জোর করে শিক্ষার্থীরা প্রবেশ করে। প্রবেশ করার সময় শিক্ষার্থীদের সাথে ঠেলাঠেলি হয়। শিক্ষার্থীরা ক্লাস বর্জন করার কারণে স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়।

জানতে চাইলে প্রধান শিক্ষক মোখলেসুর রহমান অরুণ বলেন, স্কুলে গেলে শিক্ষার্থীরা শিক্ষকদের রুমে তালা মেরে অবরুদ্ধ করে ফেলে। আমার ওপর হামলা চালায়।

jagonews24

ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, কয়েকজন শিক্ষক ফোন করে বলেন তাদের শিক্ষার্থীরা রুমে তালা দিয়ে আটকে রেখেছে। পরে স্কুলে গিয়ে দেখি শিক্ষকদের রুমে তালা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। পুলিশকে নিয়ে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তালা খুলে দেওয়া হয়।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, স্কুলের ঝামেলা শুনে পুলিশ ঘটনা স্থলে যায়। পুলিশ পৌঁছতে পৌঁছাতে পরিবেশ শান্ত হয়ে যায়।

এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী বলেন, স্কুলে একটু ঝামেলা হয়েছিল পরে শান্ত হয়ে গেছে।

এন কে বি নয়ন/এমএন/জেআইএম

Read Entire Article