শিক্ষাই হচ্ছে পরিপূর্ণ মানুষ তৈরির একমাত্র মাধ্যম

2 months ago 6
শিক্ষাকে একজন পরিপূর্ণ মানুষ তৈরির মাধ্যম হতে হবে বলে মন্তব্য করেছেন বক্তারা। বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) আয়োজিত এক সেমিনারে তারা এ মন্তব্য করেন। বিশ্ববিদ্যালয়ের শহিদ সাদাত আলী কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমিনারে ‘এডুকেশন ফর উইজডম : ইমপ্লিমেন্টেশন ফর হাইয়ার এডুকেশন’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার ইমেরিটাস অধ্যাপক রোশনাননী হাশিম। আইইআরের প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আইইআরের পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম, অধ্যাপক ড. মো. আলী জিন্নাহ, সেমিনার কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদ। এই সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। মূল প্রবন্ধে ইমেরিটাস অধ্যাপক রোশনাননী হাশিম বলেন, আমাদের বর্তমান শিক্ষা কাউকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে শুধু মার্কেটে কাজের জন্য দক্ষ এমপ্লয়ি তৈরির কারখানায় পরিনত হয়েছে। এখানে সেক্যুলার দার্শনিকদের অনুসরণ করা হচ্ছে। ফলে তারা একজন ভালো মানুষ হতে পারছে না। আর কেউ যদি ভালো মানুষ না হয় তাহলে ভালো লেবারও হবে না। তিনি আরও বলেন, বর্তমান শিক্ষাক্রমে ইসলামী মূল্যবোধের অন্তর্ভুক্তি করতে হবে। কারণ কোরআনে বর্ণিত আদব, হিকমা দ্বারাই কেবল একজন মানুষকে জ্ঞান ও দক্ষতার মাধ্যমে পরিপূর্ণ মানুষে রূপান্তর করতে হবে।
Read Entire Article