শিক্ষার্থী হত্যা মামলায় সাবেক এমপি নদভী রিমান্ডে

1 month ago 11

রাজধানীর লালবাগ থানার শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়ার সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নদভীকে জিজ্ঞাসাবাদের জন্য ১ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সাজ্জাদ হোসেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফজুর রহমানের আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজধানীর লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ ঘটনায় গত ১৯ আগস্ট নিহত খালিদের বাবা কামরুল হাসান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনের নাম উল্লেখ করে লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এর আগে গত রোববার রাতে ‘আত্মগোপনে থাকা’ অবস্থায় মুহাম্মদ নদভীকে রাজধানীর উত্তরা থেকে আটক করে পুলিশ।

Read Entire Article