শিক্ষার্থীকে বাসের ধাক্কা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

3 months ago 30

গাজীপুরে বাসের ধাক্কায় ওমর ফারুক (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।

রোববার (২৫ মে) সকাল পৌনে ১০টা থেকে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পরে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে আড়াই ঘণ্টা পর দিলে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আহত শিক্ষার্থী ওমর ফারুক শাহ সূফি ফসিহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শেণীর শিক্ষার্থী। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

শিক্ষার্থীকে বাসের ধাক্কা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

সহপাঠী আহতের খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানার পোড়াবাড়ী এলাকায় মিছিল করে মহাসড়কে অবস্থান বিক্ষোভ শুরু করে।

শিক্ষার্থীরা জানায়, স্কুলের নবম শেণীর শিক্ষার্থী ওমর ফারুক স্কুলে আসার পথে মহাসড়ক পার হচ্ছিলো। এসময় দ্রুত গতির আলম এশিয়া পরিবহন তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়কে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। মহাসড়কের পোড়াবাড়ীতে ফুটওভার ব্রিজ নির্মাণ ও ঘাতক বাস চিহ্নিত করে চালকের বিচার দাবিতে তারা বিক্ষোভ করে।

শিক্ষার্থীকে বাসের ধাক্কা, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

শিক্ষার্থীরা জানায়, গত কয়েকদিন আগে স্থানীয় রোভারপল্লী ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়েছে। ওই ঘটনার সুষ্ঠু বিচার এখনো হয়নি। কোনো আসামি এখনো গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলাবাহিনী। সম্প্রতি পরিবহনের চালক ও কর্মচারীরা স্কুল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে বিভিন্ন সময় বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসবের স্থায়ী সমাধান চায় তারা।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বেলা সাড়ে ১২টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে।

মো. আমিনুল ইসলাম/এমএন/এমএস

Read Entire Article