‘শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই হবে ছাত্রদলের মূল লক্ষ্য’

2 days ago 6
ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র রাজনীতি নিয়ে মতবিনিময় করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রদল। বুধবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর মাসকান্দস্থ ইনস্টিটিউটের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় শিক্ষার্থীদের উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শ্যামল মালুম বলেন, ‘ছাত্রদল দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে ইতিবাচক রাজনৈতিক ধারায় বিশ্বাসী। আমরা মডেল রাজনীতি করতে চাই। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে- এটাই ছাত্রদলের মূল লক্ষ্য। এভাবেই আমরা ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে চাই।’  এ সময় ছাত্রদলের ইতিবাচক ধারার রাজনীতির কথা শুনে সাধারণ শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয় এবং তারা এই ধরনের ছাত্র রাজনীতিকে স্বাগত জানান। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমন চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব আল মামুন জুয়েলের সঞ্চালনায় মতবিনিময় সভায় পলিটেকনিকের অধ্যক্ষ মো. শওকত হোসেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন, সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসাদসহ শতাধিক সাধারণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতা শ্যামল মালুম কালবেলাকে বলেন, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হলেও ছাত্রদলের মতবিনিময় সভায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে তারা স্বাগতও জানান। লিফলেট বিতরণ : সাম্য ও মানবিক বাংলাদেশ বির্নিমাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই গণসংযোগ করেন। ১৯ ও ২০ নভেম্বর দিনব্যাপী ময়মনসিংহ মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেন ছাত্রনেতারা। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া বলেন, গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে বিএনপি অনেক আগে থেকেই কাজ করছে। এ কারণেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণ মানুষের সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী এই গণসংযোগ চলছে। গণসংযোগকালে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ নভেম্বর ত্রিশাল ও ফুলবাড়ীয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে একই ধরনের প্রচারণা চালায় দক্ষিণ জেলা ছাত্রদল। এতে কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শ্যামল মালুম, দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানা উপস্থিত ছিলেন।
Read Entire Article